“প্রেস বিজ্ঞপ্তি”

“প্রেস বিজ্ঞপ্তি”

গাউসিয়া ক‌মি‌টি বাংলা‌দেশ, আহ্বায়ক কমি‌টির এক সভা বিগত ২৮/১১/২০২৪ ইং, বৃহস্পতিবার অনু‌ষ্ঠিত হয়। এ‌তে সভাপ‌তিত্ব ক‌রেন আহ্বায়ক ক‌মি‌টির আহ্বায়ক ও আনজুমান ট্রাস্ট’র সি‌নিয়র ভাইস প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। সদস্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ‌ছি‌লেন আনজুমান ট্রাস্ট’র ভাইস প্রেসি‌ডেন্ট আ‌মির হো‌সেন সো‌হেল, এ্যাসিস্ট্যান্ট সে‌ক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শা‌কের), ফাইন্যান্স সে‌ক্রেটা‌রি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), দৈ‌নিক আজাদীর প‌রিচালনা সম্পাদক ওয়া‌হিদ মালেক, আশফাক আহমেদ, মাহমুদ নেওয়াজ, মো‌হাম্মদ হোসেন খোকন, মোহাম্মদ ই‌লিয়াছ, আনোয়ার সাদাত।

উক্ত সভায় চট্টগ্রাম মহানগ‌রের আওতাধীন সদ্য বিলুপ্ত থানা ক‌মি‌টিগুলোর প‌রিবর্তে আহ্বায়ক ক‌মি‌টি গঠন, সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমসহ বি‌ভিন্নভা‌বে সংগঠন‌বিরোধী অপপ্রচা‌রের সা‌থে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে সাংগঠ‌নিক ও আইনী ব্যবস্থা গ্রহণ, মান‌বিক টিম বিলুপ্ত করা সহ আরও বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

উক্ত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসা‌রে, আহ্বায়ক ক‌মি‌টির অনু‌মোদন ব্যতি‌রে‌কে কোন পর্যা‌য়ে কেহ কোন সাংগঠ‌নিক কর্মকান্ড ও বক্তব্য প্রচার করা হ‌তে বিরত থাক‌তে সকল‌কে সতর্ক বার্তা প্রদান করা হ‌য়।

সভা শে‌ষে সং‌শ্লিষ্ট সকলের মঙ্গল কামনা ক‌রে দোয়া করা হয়।

Share:

Leave Your Comment