জামেয়ার ছাত্রদের নিয়ে পীরে বাঙাল আল্লামা সাবের শাহ (ম.জি.আ)’র গুরত্বপূর্ণ নসিহত ও দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করেন।
এই জেন এক জান্নাতি পরিবেশ
আজ সকালে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাঠে এসেম্বলি শেষে হাজার হাজার ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা:জি)। পাশে বসা শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসিম শাহ (মা:জি: আ:)।